E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈশ্বিক আইনের শাসনের সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ 

২০১৮ ফেব্রুয়ারি ০২ ১৩:০০:০৬
বৈশ্বিক আইনের শাসনের সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ 

নিউজ ডেস্ক : বৈশ্বিক আইনের শাসন সূচকে বাংলাদেশ একধাপ এগিয়েছে। বিশ্বে নির্ধারিত ১১৩টি দেশে আইনের শাসন র‌্যাংকিং পরিচালনা করা হয়। ওয়াশিংটন ডিসিতে বুধবার প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) বৈশ্বিক আইনের শাসন সূচকে দেখা যায়, বাংলাদেশ ২০১৭ সালে সার্বিক আইনের শাসন সূচকে এক ধাপ এগিয়ে ১০২ হয়েছে।

২০১৬ সালে ছিল ১০৩। ডাব্লিউজেপির তথ্য অনুযাীয় দেখা গেছে, ২০১৬ সালে যেখানে অধিকাংশ দেশ সূচকে পিছিয়েছে, সেখানে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক একটি নিরপেক্ষ মাল্টিডিসিপ্লিনারি সংস্থা ডব্লিউজেপি সারাবিশ্বে আইনের শাসন নিয়ে কাজ করছে। এর সূচক আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভযোগ্য উৎস।

সংস্থাটি ১১৩টি দেশের আইনের শাসনের ওপর কাজ করে এই সূচক তৈরি করেছে। সূচক তৈরিতে সারাবিশ্বে ১১৩টি দেশের ১ লাখ ১০ হাজার পরিবার এবং ৩ হাজার বেশি বিশেষজ্ঞের ওপর জরিপ চালায়।

জরিপকালীন প্রতিটি দেশে সরকারি ক্ষমতা, দুনীর্তিমুক্ত, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, আদেশ ও নিরাপত্তা, নিয়মিত বাহিনী, দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থাসহ আটটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়।

২০১৭ সালের সূচকে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে নেপাল শীর্ষে অবস্থান করছে। এরপরই শ্রীলঙ্কা ও ভারতের অবস্থান। পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test