E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশকে এখন সাধারণ মানুষ ভালোবাসে : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৮:৩৭:৩১
পুলিশকে এখন সাধারণ মানুষ ভালোবাসে : স্বরাষ্ট্রমন্ত্রী 

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখানকার পুলিশ আর আগের মতো নেই। এখনকার পুলিশকে সাধারণ মানুষ ভালোবাসে। পুলিশের অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এটা প্রমাণ করে বলে মনে করেন মন্ত্রী।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিকালে রাজারবাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশকে এখন মানুষ ভালোবাসে, তাই এখানে এত মানুষ ভিড় করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পুলিশ তৈরি হয়েছে সেই পুলিশ আর আগে পুলিশ এক নয়। ’

অনুষ্ঠানের বিশেষ অতিথি সদ্য নিয়োগ পাওয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে স্মৃতি বিজাড়িত এই রাজারবাগ। এই রাজারবাগে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পূর্বসূরিরা। ১৯৭৬ সালে মাত্র ১২টি থানা এবং ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে শুরু হয়েছিল ডিএমপির যাত্রা।’

আইজিপি বলেন, ‘আমাদের পুলিশেরা বলে থাকি ঢাকা মহানগর পুলিশ হলো পুলিশের দর্পণ। ডিএমপি পুলিশ অতীতেও পেশাদারিত্ব ও দক্ষতার দায়িত্ব পালন করেছে, আগামীতেও করবে সেটা আশা রাখি।’

বর্তমানে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ সফল হয়েছে জানিয়ে আইজিপি বলেন, এসব অভিযানের সিংহভাগ বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টোরোরিজম।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমাদের যেসব জাতীয় উৎসব উদযাপন হয় সেই অনুষ্ঠানে ডিএমপি নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়ে থাকে। এতে ডিএমপি প্রমাণ করেছে তাদের দক্ষতা ও সফলতা কী।’

আইজিপি বলেন, ‘ছোটবেলায় শিশুদের পুলিশ সম্পর্কে ভীতি দেয়া হয়। বর্তমানে সেই চিত্র আর দেখা যায় না। পুলিশ এখন জনবান্ধব, নারীবান্দব। পুলিশ জনতারই অংশ যা কমিউনিটি পুলিশিংয়ে মূলমন্ত্র।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির সব সদস্যকে অভিনন্দন জানান নতুন দায়িত্ব পাওয়া পুলিশপ্রধান। আগামী দিনে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের আরও বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যেকোনো অপতৎপরতা বন্ধ করে দিয়েছে ডিএমপি। কাউন্টার টোরোরিজম ২০১৭ সালে জঙ্গিদের নেটয়ার্ক বিধ্বস্ত করেছে। অপরাধ প্রবণতা রোধ পেয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘উৎসব-অনুষ্ঠানে নিরাপত্তা দিয়ে এসেছে ডিএমপি। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ডিএমপি। বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানি ও শীতবস্ত্র বিতরণ করে ডিএমপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আখতারুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আইনজীবী তুরিন আফরোজ, সাবেক আইজিপি ড. এনামুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test