E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইশারা ভাষা দিবস কাল

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:০৮:৪২
ইশারা ভাষা দিবস কাল

স্টাফ রিপোর্টার : শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তাদের এ ভাষাকে স্বীকৃতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (বুধবার) দেশে পালিত হবে বাংলা ইশারা ভাষা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ইশারা ভাষা উন্নয়নে, এগিয়ে যাব প্রতিজনে’।

২০১২ সালের ২৬ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় সর্বসম্মতিক্রমে ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে নির্ধারণ করা হয়। বিগত বছরগুলোর মতো এবারও সারাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে। মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

দেশে বর্তমানে শ্রবণ প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৩০ লাখ। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এ ছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ও বুদ্ধিপ্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test