E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

`২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেলের সুবিধা পাবে'

২০১৪ জুলাই ০৬ ১১:২৬:৫৯
`২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেলের সুবিধা পাবে'

স্টাফ রির্পোটার : সারাদেশে ১ হাজার ২৬৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবেবলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেলের সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪১টি নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া সারাদেশে ১ হাজার ২৬৬ কিলোমিটার নতুন সড়ক তৈরি করা হবে।
কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রবিবার যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।
এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন তিনি।
এরও আগে ২২ মে মৎস্য ও প্রাণি সম্পাদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি।
গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।
পর্যায়ক্রমে প্রত্যেক মন্ত্রণালয় পরিদর্শন করে কাজের অগ্রগতি ও এতে কোনো সমস্যা থাকলে তা তাৎক্ষণিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test