E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণ সুযোগ পেলে ভিআইপিগিরি ছুটিয়ে দেবে!’

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:৫৫:০৯
‘জনগণ সুযোগ পেলে ভিআইপিগিরি ছুটিয়ে দেবে!’

স্টাফ রিপোর্টার : রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি এবং জরুরি সেবাদানকারী সংস্থার যানবাহনের জন্য আলাদা লেন করার যে প্রস্তাব এসেছে এর তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টক শো’র পরিচিত মুখ আসিফ নজরুল।

মঙ্গলবার তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘বহুদিন গালি দেই না কাউকে। কিন্তু ভিআইপি লেন-এর খবর শুনে কী যে গালাগালি করতে ইচ্ছে করছে! কী যে বিরক্ত লাগছে! ’

আসিফ নজরুল লিখেছেন, ‘এদেশের মানুষকে বোধহয় চেনে না এরা ঠিকমতো। সুযোগ পেলে ছুটিয়ে দেবে এসব ভিআইপি-গিরি!’

সম্প্রতি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহন এবং ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেইন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। আর সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

জনাধিক্যের নগর ঢাকায় চলাচল এক বিড়ম্বনার নাম। সকাল থেকে গভীর রাত অবধি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই লেগে থাকে যানজট। ছুটির দিনগুলোতে যানজট কিছুটা কম থাকলেও বিড়ম্বনা থেকে পুরোপুরি মুক্ত নয় নগরবাসী।

এই অবস্থায় ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘(আলাদা লেন) বিশেষ করে ইমার্জেন্সির জন্য, ভিআইপিরা অত বেশি ইম্পর্ট্যান্ট না। অ্যাম্বুলেন্সে যে লোকটা মারা যাচ্ছে, এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাক্সেস পায় না- এসব ইমার্জেন্সি সার্ভিস। পুলিশেরও (দ্রুত যাওয়ার) দরকার হয় অনেক সময়।’

এই প্রস্তাবের সমালোচনা করেছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশে সাধারণ মানুষের চাহিদাই পূরণ হয় না। রাস্তায় কোনো বিকল্প নেই। সেখানে ভিআইপিদের আলাদা লেনের কোনো যৌক্তিকতা নেই।’

এমনকি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তাও একই ধরনের মত প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা মনে করেন, আলাদা লেন করার জন্য কোনো জায়গাই নেই শহরে।

মানবাধিকার কর্মী সুলতানা কামালও মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। সোমবার রাজধানীতে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি বলেন, ‘আমরা যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি করতে যাচ্ছি, তখন শুনতে হচ্ছে মন্ত্রীরা তাদের জন্য সড়কে আলাদা লেইন চান। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া বাংলাদেশে যদি তাদের মনে এমন চিত্র থেকে থাকে, তাহলে তাদেরকে ধিক্কার জানাই।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test