E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী ইতালি যাবেন রবিবার

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১২:১৫:০৩
প্রধানমন্ত্রী ইতালি যাবেন রবিবার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন। সফরে রোম-ভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের বার্ষিক গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, রোমভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক কাউন্সিলে যোগ দিতে ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফরে যাবেন এবং ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন এবং ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেছেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test