E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার সঙ্গে সাক্ষাৎ করে ফিরলেন স্বজনরা

২০১৮ ফেব্রুয়ারি ০৯ ১৮:৩৭:১৭
খালেদার সঙ্গে সাক্ষাৎ করে ফিরলেন স্বজনরা

স্টাফ রিপোর্টার : নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসেছেন স্বজনরা। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক ধরে সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

সাক্ষাৎ করতে করাগারে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন- খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি ইস্কান্দার এবং খালেদার বোন সেলিনা। তারা কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান।

সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, ৪টা ১৫ মিনিটে তারা ভেতরে প্রবেশ করেন। প্রায় একঘণ্টা সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টার দিকে তারা বেরিয়ে আসেন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

রায়ের পর খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test