E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিআইপিদের নয়, জরুরি লেনের পক্ষে কাদের

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৭:৫৩:০৯
ভিআইপিদের নয়, জরুরি লেনের পক্ষে কাদের

স্টাফ রিপোর্টার : সড়কে ভিআইপিদের গাড়ির চলাচলের জন্য নয়, জরুরি সেবা দেয়া সংস্থার গাড়ির জন্য আলাদা লেন করা যেতে পারে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন

ঢাকায় ভিআইপিদের জন্য আলাদা লেনের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে। তবে ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) বিষয়টা খতিয়ে দেখছে। এটা শুধু ভিআইপিদের জন্য আলাদা লেন নয়, এখানে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স, জরুরি সেবার বিষয়টা আছে। এগুলো বিশেষভাবে করলে অসুবিধা কি?’

তিনি বলেন, ‘পারসোনালি আমি মনে করি, ওটা ঠিক আছে- অ্যাম্বুলেন্স, জরুরি সেবা, এ সব ব্যাপারে এ ধরনের লেন। যদিও আমাদের স্পেস খুব কম, কতটা সম্ভব হবে আমি জানি না। আপাতত ডিটিসিএ এমন কোনো ব্যবস্থা করতে পারবে, এই মুহূর্তে সেটা ভাবার কোনো কারণ নেই।’

‘আমি মনে করি, আমাদের ধীরে ধীরে দৃঢ়তার সঙ্গে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এদেশের মানুষ, জনগণের কথা আগে আমাদের ভাবতে হবে। আমরা আলাদা সুযোগ-সুবিধা ভোগ করবো, সাধারণ মানুষ সেটা থেকে বঞ্চিত থাকবে। আমরা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা এসব বিষয়ে চিন্তা করবো কিনা, গভীরভাবে ভাবতে হবে। আমি মনে করি ভিআইপি কালচার থেকে বেরিয়ে আসলে অনেক সমস্যার সমাধান হবে।’

রাস্তায় ভিআইপি কালচার আইন করে বন্ধ করা যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা যারা বা আক্ষরিক অর্থে কাগজে-কলমে ভিআইপি তাদের মন-মানসিকতা পরিবর্তন দরকার। আমি উল্টো দিকে যাবো কিনা রাস্তার, আমার উপর…। আমার জন্য আলাদা সড়ক থাকতে হবে এটার কোন প্রয়োজনীয়তা নেই। তারপরও আমরা-ডিটিসিএ বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

‘জরুরি সেবার জন্য (আলাদা লেন) করা যায়, করতে পারলে ভালো হয়। ভিআইপিদের জন্য...আমি এক কথায় বলবো ভিআইপি কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

(ওএস/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test