E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রুত বিচার আইনে সাজা বাড়লো দুই বছর

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৭:৫৬:২১
দ্রুত বিচার আইনে সাজা বাড়লো দুই বছর

স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত-সমালোচিত দ্রুত বিচার আইন সংশোধন করে শাস্তি বাড়িয়ে বিল পাস করা হয়েছে। সংশোধিত আকারে পাস হওয়া বিলে শাস্তির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

চলতি অধিবেশনের গত ২২ জানুয়ারি বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর বিলটি অধিকতর যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে পাঠানো হয়। মাত্র এক সপ্তাহের মাথায় বিলটি যাচাই-বাছাই করে দ্রুততার সঙ্গে রিপোর্ট দেয় সংসদীয় কমিটি। এছাড়া পাস হওয়া বিলে ‘বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট’ নিয়োগের ক্ষমতাও দেওয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য জনমত যাচাই প্রস্তাব দেন। তারা তাদের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। তবে বিলে সংশোধনী প্রস্তাব দিয়েও অনুপস্থিত ছিলেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন ও রুস্তম আলী ফরাজী। পরে বিলটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতক্রমে পাস হয়।

বিলে ২০০২ সালের এ সংক্রান্ত আইনের ৪(১) ধারা সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ওই ধারায় ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ’ এর জন্য এতোদিন সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের বিধান ছিলো।

সংশোধিত আইনের খসড়ায় ওই সাজার মেয়াদ বাড়িয়ে সর্বনিম্ন দুই বছর ও সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ’ করলে দ্রুত বিচার আইনে তার বিচার হবে।

(ওএস/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test