E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোহাম্মদপুরে পিস্তল-গুলিসহ ৩ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার 

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৬:০১:৩১
মোহাম্মদপুরে পিস্তল-গুলিসহ ৩ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে বিদেশী পিস্তল ও ১৮৭ রাউন্ড গুলিসহ কুখ্যাত ৩ অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোড এলাকা থেকে রবিবার দিবাগত রাতে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোহাম্মদপুর সাতসজিদ হাউজিং এলাকারআঃ রহিমের ছেলেমোঃ রুবেল হোসেন (২২), ভোলার পনিয়া গোডাউন এলাকারমোতাহার হোসেনের ছেলেসোহাগ আলী (২৩),চাঁদপুরেরফরিদগঞ্জ এলাকারমাঈনুদ্দিনের ছেলে সোহাগ (১৯)।

র‌্যাব জানায়, রুবেলের কোমড়ে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ম্যাগাজিনে সংযুক্ত ২ রাউন্ড গুলি ছিল। সোহাগ আলীর ডান পকেটে ১০০ রাউন্ড গুলি এবং সোহাগের কোমড়ে গোঁজা প্লাস্টিকের ব্যাগে ৮৫ রাউন্ডগুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অস্ত্র গোলাবারুদের ব্যবসা করে আসছিল। তারা দেশ এবং দেশের বাইরের উৎস থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে থাকে এবং পরবর্তীতে সুবিধাজনক ব্যক্তির নিকট তা চড়াদামে বিক্রি করাসহ ভাড়া প্রদান করে।

এছাড়াও তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকার সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেনীর লোকজনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তাদের প্রধান পেশা। তারা একটি সংঘবদ্ধ চক্র হিসাবে কাজ করে। তাদের কিছু সদস্য এখন পর্যন্ত পলাতক রয়েছে।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test