E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজারীবাগে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার, পিস্তল-গুলি জব্দ

২০১৮ ফেব্রুয়ারি ২২ ১৬:৫৩:১৩
হাজারীবাগে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার, পিস্তল-গুলি জব্দ

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগে ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়া ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও নগদ ৯,৬৭,০১০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাউসার (২৮), মোঃ তোফায়েল ইসলাম টিটু (৩৯), রেজাউল ইসলাম (৪৯) ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে র‌্যাব-২ আভিযানিক দল রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় টহল দেওয়ার সময় নির্মাণাধীন হোল্ডিং নং-১৫/১ ঝিগাতলা, মধুবন মিষ্টান্ন ভান্ডারের সামনে প্রতারণার টাকা লেনদেনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রতারণার মাধ্যমে র্দীঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ হতে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে।

তারা আরো জানায়, প্রতারণার ক্ষেত্রে তারা ফেসবুক, ভাইবার, হোয়াটসএ্যাপ, ইমো ইত্যাদি স্যোসাল মিডিয়ার মাধ্যমে প্রথমে টার্গেটকৃত ব্যক্তির কাছে নিজেদেরকে আফ্রিকান, আমেরিকান, ইংল্যান্ড, স্কটল্যান্ড অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে বন্ধুত্ব ও বিশ্বস্ততা অর্জন করার পর তাকে জানায় যে, তার নামে উপঢৌকন হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি পার্সেল পাঠানো হয়েছে। উক্ত পার্সেলটি কাস্টম্স ক্লিয়ারেন্স এর আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রহণের জন্য অনুরোধ করে। বিদেশী মূল্যবান পার্সেল পাওয়ার প্রত্যাশায় প্রতারিতরা প্রতারকদের সহযোগী হিসেবে বাংলাদেশে থাকা প্রতারকদের দেয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে দেশের বিভিন্ন স্থান হতে টাকা প্রেরণ করে। পরবর্তীতে তারা যোগসাজসের মাধ্যমে উক্ত টাকা হাতিয়ে নেয়।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test