E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাদেরের মায়ের লাশ গ্রামের বাড়িতে, দাফন বিকালে

২০১৮ ফেব্রুয়ারি ২৭ ১৪:৩৬:৪৫
কাদেরের মায়ের লাশ গ্রামের বাড়িতে, দাফন বিকালে

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছার মরদেহ নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রাতেই তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন স্বজনরা। সকালে মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছে।

বাদ জোহর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে বেগম ফজিলাতুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুর সংবাদ শুনে স্বজন ও নেতাকর্মীরা ভিড় করেছেন তার গ্রামের বাড়িতে। মরহুমার নামাজে জানাজা ও দাফনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাসহ নোয়াখালী ও আশপাশের বিভিন্ন জেলার নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ছেলে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও সরকারি দলের গুরুত্বপূর্ণ নেতা হলেও ফজিলাতুন্নেসা নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে থাকতেই পছন্দ করতেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওবায়দুল কাদেরের মা। ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় কোম্পানীগঞ্জে গ্রামের বাড়িতে স্ট্রোক করেন ফজিলাতুন্নেসা। সেদিন বিকাল ৩ টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ওবায়দুল কাদেরসহ চার ছেলে এবং ছয় মেয়ে রেখে গেছেন ফজিলাতুন্নেছা। একক পরিবারের এই যুগে সন্তানদের একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি।

ফজিলাতুন্নেছার এক ছেলে আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র। তার আরেক সন্তান শিক্ষকতার সঙ্গে জড়িত।

ওবায়দুল কাদেরের বাবা নোয়াখালীর বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ১৯৯৩ সালের ২৩ জুলাই মারা যান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test