E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান

২০১৮ ফেব্রুয়ারি ২৭ ২২:১২:৫২
ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : বাংলা ভাষা আন্দোলন, ইতিহাস-এতিহ্য এবং এ-ভাষার গুরুত্ব বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে আমাদের সকলকে কাজ করতে হবে। শুধু দিবস কেন্দ্রীক এ-ভাষাকে বন্দি করে না রেখে জনগণের মাঝে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ২১ খতম কুরআনখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক এমপি বলেন, ভাষা শহীদদের অবদান জাতির সামনে তুলে ধরার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) কর্তৃক স্বীকৃতি অর্জন করে।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইতিহাস জানতে হবে এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। তাহলেই ভাষা শহীদ রফিক-সালাম-বরকতসহ আরও অনেকের আত্মদানে প্রতি যথাযথ সম্মান-শ্রদ্ধা জানানো হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শায়খ খন্দকার গোলাম মওলা নকশেবন্দী মোনাজাতে ভাষা শহীদদের প্রতি দোয়া কামনা করেন।

সংগঠনের কো-অর্ডিনেটর দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় এবং সভাপতি মুফতি মাওঃ আঃ হালিম সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, অধ্যাপক নবী নেওয়াজ এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, ঢাকা মহানগর দ. আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিন ডিসিসির কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, ঢাকা উ. আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির খানসহ প্রখ্যাত আলেম মাশায়েখ নেতৃবৃন্দ।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test