E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালিতে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

২০১৮ মার্চ ০১ ১৩:২৩:৩৬
মালিতে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় আড়াইটার দিকে দোয়েঞ্জা নামক স্থানে এ বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.); ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.); সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) ও সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

আহতরা হলেন কর্পোরাল রাসেল, নওগাঁ (৩২ ইবি); সৈনিক আকরাম, রাজবাড়ি (৩২ ইবি); সৈনিক নিউটন, যশোর (১৭ বীর) ও সৈনিক রাশেদ কুড়িগ্রাম (৩২ ইবি)। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের এডি রেজাউল করিম শাম্মি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালিতে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দেশটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশসহ ৫০টি দেশের প্রায় ১১ হাজার সৈন্য কাজ করছে।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test