E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্চ-এপ্রিলে দুই বিভাগ ও তিন জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী

২০১৮ মার্চ ১০ ১৫:১৩:৩১
মার্চ-এপ্রিলে দুই বিভাগ ও তিন জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দেশের মহানগর ও জেলায় সফর করছেন। এসব সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন। প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সূত্র জানায়, ১১ মার্চ প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে রাষ্ট্রীয় এই সফর শেষ করে এই সফর শুরু করবেন।

আগামী ২১ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি। মহানগর সফর হিসেবে এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন তিনি।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এই দুই বিভাগীয় শহর ও তিন জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি জেলা বা মহানগরে যাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

ইতোমধ্যে সিলেট, বরিশাল, যশোর, রাজশাহী ও খুলনায় সফর করেছেন প্রধানমন্ত্রী। এসব সফরে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test