E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বচ্ছ ঢাকা’ অভিযান চালাবে ডিএসসিসি : খোকন

২০১৮ মার্চ ১২ ১৬:৪৪:৩১
‘স্বচ্ছ ঢাকা’ অভিযান চালাবে ডিএসসিসি : খোকন

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ১৭ মার্চ থেকে এ অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে সাঈদ খোকন বলেন, নাগরিকদের সেবা প্রদানের মাধ্যমেই বঙ্গবন্ধুকে পূর্ণ সন্মান প্রদান সম্ভব বলে আমরা মনে করি। এ কারণে ওইদিন আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাবো। রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ঢাকা বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এ কারণে জাতীয়ভাবে আগামী ২২ মার্চ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ডিএসসিসিও নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন দুপুরে প্রতি ওয়ার্ডে জমায়েত ও নগর ভবনমুখী র্যালি হবে। নগর ভবন থেকে একটি র্যালি বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাবে। র্যালিতে ব্যানার-ফেস্টুনসহ উন্নয়নের গান বাজবে।

এ ছাডা ১৭-২৩ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ চালাবে ডিএসসিসি;যেখানে মশক নিধনসহ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

সভায় স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মমদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান স্বাস্থ্য ব্রি. সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test