E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ

২০১৮ মার্চ ২৫ ১৫:০৬:০২
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ

স্টাফ রিপোর্টার : খসড়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা। রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠককালে ঢাকায় নিযুক্ত ১১টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা এই উদ্বেগ জানান।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তারা ডিজটাল নিরাপত্তা আইনের ধারা ২১, ২৮ ও ২৫ ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই তিনটি ধারা নিয়ে আমরা আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘আমি তাদের বক্তব্য শুনেছি। আমাদের পক্ষ থেকেও বক্তব্য পেশ করেছি। এগুলো আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেব। আমরা তাদের বক্তব্যগুলো দেখব, বিবেচনা করব এবং কিছুদিনের মধ্যে আবার মিলিত হব’।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test