E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারবাগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

২০১৮ মার্চ ২৬ ১২:৪২:০১
রাজারবাগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুঁড়েছিল রাজারবাগের পুলিশ সদস্যরা। প্রতিরোধে শহীদ হন অনেক সাহসী বীর পুলিশ সদস্য।

তাদের সম্মানে রাজারবাগে নির্মাণ করা হয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ। সোমবার সকালে সেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পাশাপাশি ডিএমপির পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিআইজি মিলি বিশ্বাস।

এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম ও সম্মান প্রদর্শণ করেন।

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test