E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নামফলক-সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনে প্যানেল মেয়রের চিঠি

২০১৮ মার্চ ২৭ ১৭:৫৬:২৩
নামফলক-সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনে প্যানেল মেয়রের চিঠি

স্টাফ রিপোর্টার : নামফলক, সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশনা প্রদানের অনুরোধ জানিয়ে গভর্নর, এফবিসিসিআই সভাপতি এবং রিহ্যাব সভাপতিকে আলাদাভাবে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ঢাউসিক)।

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই এবং রিহ্যাবের আওতাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের অনুরোধ জানান।

ঢাউসিকের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এসএম মামুন জানান, পত্রটি ১৩ মার্চ গভর্নর, এফবিসিসিআই সভাপতি এবং রিহ্যাব সভাপতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক, প্রতিষ্ঠান এবং আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এখনো তাদের নামফলক, সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, বিলবোর্ড, ব্যানার ইত্যাদিতে বিদেশি শব্দ ব্যবহার করছে। এছাড়া কোনো কোনো প্রতিষ্ঠান বড় বড় অক্ষরের বিদেশি শব্দের নিচে বা পাশে অত্যন্ত ক্ষুদ্র করে বাংলা দায়সারাভাবে ব্যবহার করছে যা প্রকারান্তে বাংলা ভাষার প্রতি অবজ্ঞারই শামিল। এ প্রেক্ষাপটে প্যানেল মেয়র বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই এবং রিহ্যাবের আওতাধীন সব প্রতিষ্ঠানকে নামফলক, সাইনবোর্ড, ইত্যাদি বাংলায় লেখার নির্দেশনা প্রদানের অনুরোধ জানিয়ে পত্র দেন।

প্রসঙ্গত, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ঢাউসিক এর আওতাধীন এলাকায় যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব ঢাউসিক কর্তৃপক্ষকে দেয়া হয়।

এ প্রেক্ষিতে চলতি বছরের ২৮ জানুয়ারি দুটি জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ঢাউসিক এখতিয়ারাধীন এলাকার যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্ব-উদ্যোগে অপসারণ করে সাতদিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়। এছাড়া বিষয়টি ব্যাপক মাইকিং, গণমাধ্যমে প্রেস রিলিজ প্রেরণসহ ঢাউসিকের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

পরবর্তীতে অনেক প্রতিষ্ঠান তাদের নামফলক, সাইনবোর্ড ইত্যাদি স্ব-উদ্যোগে যথাযথভাবে বাংলায় লিখে প্রতিস্থাপন করে। তবে হাইকোর্টের আদেশ এবং গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে ঢাউসিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক দণ্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ইত্যাদি অপসারণ করে। প্যানেল মেয়র আশা করেন বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই ও রিহ্যাব খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সর্বস্তরে রাষ্ট্রভাষা বাংলা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(ওএস/এসপি/মার্চ ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test