E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজারীবাগে জোরপূর্বক চলছে বাড়ি নির্মাণ কাজ

২০১৮ মার্চ ২৯ ১৯:১১:৩৮
হাজারীবাগে জোরপূর্বক চলছে বাড়ি নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগের বশিলা ব্রীজ সংলগ্ন পশ্চিম ধানমন্ডী হাউজিং এলাকায় শাহজাহানের জমির উপর অন্যায়ভাবে জোরপূর্বক বাড়ি নির্মাণের কাজ চলছে। বিজ্ঞ আদালতের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রভাবশালী চক্র অবৈধ পেশী শক্তির বলে শাহজাহান এর পৈত্রিক সম্পত্তি দখল কওে শুরু করেছে বহুতল ভবনের কাজ। 

সরেজমিনে দেখা যায়, বেশ কিছু নির্মাণ শ্রমিক শাহজাহান এর জমির উপর অবাধে বাড়ি নির্মাণের কাজ চালাচ্ছে। শ্রমিকদেও কাছে উক্ত জমির মালিকের নাম জানতে চাইলে তারা বলতে অপারগতা প্রকাশ করে।

এদিকে, তাদেও কন্ট্রাকটরের নাম, মোবাইল বা ঠিকানা দিতেও অসম্মতি জ্ঞাপন করে।

সূত্রে জানা যায়, তফসিলে বর্ণিত নালিশী সম্পত্তি জেলা ঢাকার সাবেক কেরানীগঞ্জ তেজগাঁও ধানমন্ডী থানাধীন শ্রী খন্ড মৌজাস্থিত যার প্রকৃত মালিক ছিলেন ভিলকু মাঝি।

বিগত সি.এস জরীপকালে ভিলকু মাঝির নামে শুদ্ধরূপে রেকর্ডভুক্ত হয়ে প্রকাশ ও প্রচার হয়। অতঃপর ভিলকু মাঝি নালিশী সম্পত্তিতে মালিক ও ভোগ দখলদার থাকাবস্থায় মৃত্যুবরণ করলে নালিশী সম্পত্তির মালিক ও ভোগ দখলদার হন তার পুত্র শেখ নজমদ্দিন। সকলের জ্ঞাতসাওে নালিশী সম্পত্তি ভোগ দখল করতে থাকাবস্থায় নগদ টাকার প্রয়োজন হওয়ায় বিগত ৯ অক্টোবর ১৯২২ তারিখে রেজিষ্ট্রিকৃত সাবকবলা দলিল নং- ৪৯৭৪ মুলে নালিশী সম্পত্তি হানিফ মুন্সি বরাবওে বিক্রয় করে দখল বুঝাইয়া দিয়ে চিরতরে নিঃস্বত্ববান হন শেখ নজমদ্দিন।

পরিপ্রেক্ষিতে হানিফ মুন্সি খরিদ সুত্রে নালিশী সম্পত্তির মালিক ও ভোগ দখলদার থাকাবস্থায় নগদ টাকার প্রয়োজনে সেও আবুসাঈদ সাহেদ আলীর নিকটে (পিতা-হামিদ বেপারী) বিক্রি করে দখল অর্পন করে। উক্ত নালিশী সম্পত্তি থেকে চিরতওে নিঃস্বত্ববান হন এবং বিক্রয়ের সমর্থনে বিগত ১২-৮-১৯৩০ ইং তারিখে একটি অরেজিষ্ট্রিকৃত দলিলও সম্পাদন করে দেন। যার ফলশ্রুতিতে, আবু সাঈদ সাহেদ আলী নালিশী সম্পত্তিতে খরিদ সূত্রে মালিক ও দখলদার হয়ে ‘ভাওয়ালওয়ার্ডস এস্টেট’ এ নিজ নামে নামজারী করে খাজনা পরিশোধ করে প্রজা হিসাবে দাখিলা প্রাপ্তও হন। বিগত

এস.এজরীপকালে এস.এ ৪৪ নং খতিয়ানে অন্যান্য দাগের সহিত নালিশী দাগের সম্পত্তি রেকর্ড ভুক্ত হয় এবং সাহেদ আলী সহ অন্যান্য দাগের মালিকগণের সাথে এ জমালীতে খতিয়ানটি প্রস্তুত হয়। যা চুড়ান্ত রূপে প্রচারিত ও প্রকাশিত হয়। অতঃপরসাহেদ আলীনালিশীসম্পত্তিতে উক্তরূপ খরিদ ও রেকর্ড সূত্রে মালিক ও ভোগ দখলদার থাকাবস্থায় মৃত্যুবরণ করলে তাহার বৈধ ওয়ারিশ সূত্রে নালিশী সম্পত্তিসহ তার রেখে যাওয়া যাবতীয় অস্থাবর-স্থাবর সম্পদ ও সম্পত্তির মালিক ও ভোগ দখল এর অধিকারী হন শাহজাহান।

এরপরেও শাহজাহান আজ নিরুপায় এক শেণীর প্রভাবশালীর কাছে। তাই এই জমির প্রকৃত মালিক শাহজাহান বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জমিটি দখলকারী মো. মাঈনউদ্দিন ও মোসা. আরজুদা বেগমসহ অন্যান্য সকল দখলদারীদের করার রাহুগ্রাস থেকে আইনের সুবিচারের মাধ্যমে অতি দ্রুত যেন মুক্ত হয়, এই আকুল আবেদন করেছেন।

এসব বিষয়ে এই প্রতিবেদকের কথা হয়, অত্র এলাকার প্রবীণ কিছু মানুষের সাথে। তারা জানায়, উক্ত জমিটির প্রকৃত মালিক মরহুম আবু সাঈদ সাহেদ আলী, সেই সূত্রে এখন জমিটির মালিক তার ছেলে শাহজাহান। প্রকাশ থাকে যে, শাহজাহান এর বাবার এরকম আরো অনেক জমি অত্র এলাকাতে বেদখল হয়ে আছে।

(এসএস/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test