E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিরপুরে এইচএসসির ভুয়া প্রশ্ন সংগ্রহ ও বিতরণের অভিযোগে গ্রেফতার ১

২০১৮ এপ্রিল ০৫ ১৬:০০:৫৬
মিরপুরে এইচএসসির ভুয়া প্রশ্ন সংগ্রহ ও বিতরণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যানপুরস্থ মদিনাতুল উলুম মাদ্রাসার সাথে ৩৭ নং বাসার ৬ষ্ঠ তলার এফ-৩ ইউনিট এর পূর্ব কক্ষ থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা মোঃ মাহফুজুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত মাহফুজুর নওগাঁর পত্নীতলা থানার নজিপুরের আব্দুল হাই বাচ্চুর ছেলে।

জিজ্ঞসাবাদে জানায়, মাহফুজুর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট’এ ৮ম সেমিষ্টারে অধ্যায়নরত। পড়াশুনার পাশাপাশি তিনি facebook Massenger application, Admin group, Real Admin Bd, Tiger team BD, Lion or Tiger সহ অন্যান্য গ্রুপ এর সাথে য্ক্তু হন। পরবর্তীতে এসব গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক হোয়াটসএপ ও ফেসবুক ম্যাসেঞ্জার এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, ইতিপূর্বে তারা বিভিন্ন পরীক্ষায় একই ভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(বিজ্ঞপ্তি/এসপি/এপ্রিল ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test