E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে সিঙ্গাপুরে বিমানমন্ত্রী

২০১৮ এপ্রিল ০৬ ১৫:৪৫:২১
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে সিঙ্গাপুরে বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে সিঙ্গাপুরের হাসপাতালে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডা. রেজওয়ানুল হক শাওন, ইমরানা কবির হাসি ও কবির হোসেনকে দেখতে যান বিমানমন্ত্রী।

তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান, তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। আহতরা মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দেশ তাদের প্রতি যে সমবেদনা জানিয়েছে সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, মন্ত্রী আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব বহন করায় ইউএস বাংলাকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হলে পরদিনই বিমান ও পর্যটন মন্ত্রী কাঠমান্ডু যান। সেখানে নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করে আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মাঝে দেশে আনতে তিনি ভূমিকা রাখেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test