E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে 

২০১৮ এপ্রিল ০৭ ১৪:৪৬:৫৭
সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে 

নিউজ ডেস্ক : নিঃসন্দেহে এটি একটি সুখবর। সুখবরটি হচ্ছে- বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে। তিন মাসের বাঘশুমারি শেষে এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা। আর বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে আশাবাদী ভারতের বন মন্ত্রণালয়।

জানা যায়, শিগগিরই সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৩ থেকে বেড়ে ১১০ হতে যাচ্ছে। ভারতের বন দফতর জানিয়েছে এ সুখবর। এই বছরই প্রথম ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বাঘ গণনা হচ্ছে। কারণ সুন্দরবনের মাঝে কোনো কাঁটাতার নেই।

সূত্র জানায়, গতবারের শুমারিতে ১০৩টি বাঘের খোঁজ পাওয়া যায়। এবারও ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে কাজ চলছে। সে হিসেবে বলা হচ্ছে- বাঘের সংখ্যা ৮ থেকে ১০টি বাড়তে পারে। তবে শুধু পূর্ণবয়স্ক বাঘকেই গণনার মধ্যে আনা হয়। গতবারের ছোট বাঘ এবার বড় হয়েছে। সে হিসেবেই বাঘের সংখ্যা বাড়বে।

ভারতের দিকে সুন্দরবনের বনভূমির হার ৪০ শতাংশ এবং বাংলাদেশে ৬০ শতাংশ। ফেব্রুয়ারিতে বাঘ গণনা শুরু হয়। এখনো কাজ চলছে। আশা করা যায়, আর দুই-তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test