E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদার চিকিৎসায় যা যা দরকার করা হচ্ছে’

২০১৮ এপ্রিল ০৮ ১৬:১৩:৪৫
‘খালেদার চিকিৎসায় যা যা দরকার করা হচ্ছে’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে।

রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খালেদার চিকিৎসায় কোনো ঘাটতি হচ্ছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। জেলখানার চিকিৎসকদের প্রেসক্রিপশনে গতকাল তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব বিশেষজ্ঞ চিতিৎসক এখানে রয়েছেন। আপনারা এখানে ঘাটতির কী দেখলেন?

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যেটুকু প্রয়োজন জেলকোড অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।

দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আপনারা বিভিন্ন দাবির কথা বলছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ, এখানে যৌক্তিক সব দাবি মেনে নেয়া হবে। শেখ হাসিনার বাংলাদেশে নো বলে কোনো শব্দ নেই।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test