E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

২০১৮ এপ্রিল ০৮ ১৭:৫৮:২৬
ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

স্টাফ রিপোর্টার : ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তাকে স্বাগত জানান।

কেশব পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ও মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়েও পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠক হবে। এ বিষয়ে একটি সমাঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুর ২টায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখালে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

ঢাকা সফরে বিজয় কেশব গোখালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test