E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জন্ম নিয়েছে বাংলাদেশ বয়স্ক লীগ!

২০১৮ এপ্রিল ১৪ ২০:২৫:০৮
ফরিদপুরে জন্ম নিয়েছে বাংলাদেশ বয়স্ক লীগ!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মানুষের মনে নতুন বিস্ময়, বাংলাদেশ বয়স্ক লীগ নামে আওয়ামীলীগের কোনও সহযোগী সংগঠন আছে কিনা! আর এই বিস্ময়ের জন্ম দিচ্ছে ফরিদপুর শহরের সিভিল সার্জনের বাসার পাশের সরকারি জায়গার একটি সাইনবোর্ড। ওই সাইনবোর্ডে লেখা রয়েছে 'বাংলাদেশ বয়স্ক লীগ'।

ফরিদপুরে জন্ম নিয়েছে বাংলাদেশ বয়স্ক লীগ!

প্রভাবশালী একজন মন্ত্রীর ফুফাতো ভাই পরিচয়ে জনৈক ডিডি কামাল নাকি দলটির প্রতিষ্ঠাতা! সাইনবোর্ডে লেখা রয়েছে 'শীঘ্রই শুভ উদ্বোধন' করা হবে কথিত ওই বাংলাদেশ বয়স্ক লীগের! সাইনবোর্ড দেখেছেন এমন একজনের সাথে কথা হলে নাম পরিচয় প্রকাশ না করবার শর্তে জানান, ওই সাইনবোর্ডের পাশে বাংলাদেশ বয়স্ক লীগের কমিটির কর্মকর্তাদের নামের ফলক ছিল; যেটি সরিয়ে ফেলা হয়েছে। ওই নামের ফলকে সভাপতি হিসেবে ডিডি কামালের নাম ছিল। তিনি ওই নামের ফলক সরিয়ে ফেলার কারণ হিসেবে একজন সিনিয়র নার্স খুনের ঘটনার সাথে কথিত ওই বাংলাদেশ বয়স্ক লীগের এক বড় কর্তার ছেলের নাম জড়িয়ে পড়ার পর থেকে সেটি আর দেখা যাচ্ছে না। এব্যাপারে কথা হলে আওয়ামীলীগের একজন প্রবীন নেতা জানান, বাংলাদেশ বয়স্ক লীগ নামে আওয়ামীলীগের কোনও সহযোগী সংগঠন নেই। কয়েক ধান্ধাবাজ শক্ত কোনও ছাতার আশ্রয়ে থেকে ওই ভুয়া সংগঠনের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখলের অপচেষ্টা করছে।

(ওএস/পিএস/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test