E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষা ১৮ মে

২০১৮ মে ১০ ১৮:২০:১৬
সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষা ১৮ মে

স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর তিনটি কেন্দ্রে ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ এপ্রিল এই পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ২৩৫ জন প্রার্থী পাস করেন। এখন তাদের লিখিত পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষার পর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন। রাষ্টায়ত্ত এ ব্যাংকটিতে ৭৪৮ জনকে নিয়োগ দেবে সরকার।

লিখিত পরীক্ষার কেন্দ্রগুলো হলো :

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১০০০৫১-১৮৭৭৬০ রোল পর্যন্ত, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, কাফরুল, মিরপুর ১০-এ ১৮৭৮১৪-৩০৩০৯৪ রোল এবং গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুরে ১০৩০৩১২২-৩৫৬২৪৭ রোল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রিলিমিনারির প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না

(ওএস/এসপি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test