E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় এরশাদের দুঃখ প্রকাশ

২০১৮ মে ১৯ ১০:২৯:৩১
ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় এরশাদের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ফিলিস্তিনে কী হচ্ছে? সেখানে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে। কিন্তু বিশ্ববাসী নীরব। ইসরাইলের বিরুদ্ধে কেউ কথা বলছে না। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে  বাংলাদেশসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে কথা বলতে হবে।

শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। বছর ঘুরে আবারও এ মাস এসেছে। কিন্তু এখনও রোহিঙ্গা নির্যাতন বন্ধ হয়নি। খাবারে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ হয়নি। তিনি সিয়াম সাধনার মাধ্যমে সবাইকে আত্মশুদ্ধি অর্জনের আহ্বান জানান।

এরশাদের এই ইফতার মাহফিলে জাপা চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে ঢাকায় নিযুক্ত অর্ধশত কূটনীতিক অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ইরান, চীন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, নেপালসহ আরও কিছু দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. এম এ মান্নান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএম ফয়সল চিশতী, সহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, মীর আব্দুস সবুর আসুদ, মেজর অব. খালেদ আক্তার, নূর ই হাসনা লিলি এমপি, ইয়াহয়া এমপি, সেলিম উদ্দিন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, সরদার শাহজাহান প্রমুখ ইফতার পার্টিতে অংশ নেন।

(ওএস/এএস/মে ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test