E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিটি স্তরে আন্তর্জাতিক একক ব্যবহারে বাণিজ্য আরও ত্বরান্বিত হবে’

২০১৮ মে ২০ ১০:১৪:১৯
‘প্রতিটি স্তরে আন্তর্জাতিক একক ব্যবহারে বাণিজ্য আরও ত্বরান্বিত হবে’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পণ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার প্রতিটি স্তরে একই আন্তর্জাতিক একক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে বাণিজ্য সহজীকরণের কাজ আরও ত্বরান্বিত হবে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা বিএসটিআই রবিবার ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালন করছে জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

‘আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো’ এবং ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজি’ এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের স্লোগান নির্ধারণ করেছে ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রম বিবর্তন’। স্লোগানটি বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে সময়োপযোগী হয়েছে বলেও শেখ হাসিনা মনে করেন।

তিনি বাণীতে উল্লেখ করেন, আমদানি ও রফতানি বাণিজ্যের ওজন-পরিমাপের সর্বস্তরে একই পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা ‘আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো’ প্রতিষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, দৈনন্দিন জীবনে ওজন ও পরিমাপের সকল কর্মকাণ্ডে সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিশ্বের শীর্ষস্থানীয় মেট্রোলজিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পণ্য উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় বিতরণের প্রতিটি স্তরে একই আন্তর্জাতিক একক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে বাণিজ্য সহজীকরণের কাজও আরও ত্বরান্বিত হবে।

এ লক্ষ্যে প্রতিটি দেশের ন্যাশনাল মেট্রোলজি ইনিস্টিটিউটগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতিতে অধিকতর সুক্ষ্মতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এককসমূহে কিছু পরিবর্তন প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, এ বিবর্তন বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিনির্ভর শিল্পোৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে জীবনযাত্রার গুণগত মান ও বৈশ্বিক পরিবেশ সংরক্ষণে অবদান রাখার পাশাপাশি ভোক্তা-সাধারণের চাহিদা পূরণে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক এককের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে ভূমিকা রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবে।’

তিনি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

(ওএস/এএস/মে ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test