E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ অগ্রাধিকার রেখে নতুন পাটনীতির খসড়া অনুমোদন

২০১৮ মে ২৮ ১৬:০০:১৬
৫ অগ্রাধিকার রেখে নতুন পাটনীতির খসড়া অনুমোদন

স্টাফ রিপোর্টার : পাঁচটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করে নতুন ‘জাতীয় পাটনীতি ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১১ সালের পাটনীতি যুগোপযোগী ও পরিমার্জন করে নতুন পাটনীতি নিয়ে আসা হয়েছে। আগের ও নতুনটায় বড় কোনো পার্থক্য নেই। এখানে কিছু নতুন সংযোজন আছে। একটা বড় সংযোজন হল সংজ্ঞা। নতুন নীতিতে ১২ ধরনের সংজ্ঞা যোগ করা হয়েছে।’

আগের নীতিতে ভিশন-মিশন অনেক বড় ছিল জানিয়ে শফিউল আলম বলেন, ‘নতুন নীতিতে ভিশন ছোট করে বলা হয়েছে দেশে-বিদেশে প্রতিযোগিতা সক্ষম শক্তিশালী পাটখাত প্রতিষ্ঠা। আর মিশনে বলা হয়েছে উৎপানশীলতা, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য সৃজন করা।’

তিনি বলেন, ‘নতুন পাটনীতিতে পাঁচটি অগ্রাধিকার তালিকা করা হয়েছে। এগুলো হচ্ছে মানসম্মত পাট উৎপাদন, পাটের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পাট পণ্যের বহুমুখীকরণ, পাটকলসমূহের আধুনিকায়ন, পাটপণ্যের বাজার সম্প্রসারণ।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলো নতুন কৌশলগত অগ্রাধিকার হিসেবে আনা হয়েছে। আগে এগুলো ছিল না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পাটখাত সমন্বয় কমিটি নীতির মধ্যে আনা হয়েছে। এটা আগে পরিশিষ্টে ছিল।’

মন্ত্রিসভার বৈঠকে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষক-ছাত্রদের রাজনীতি বন্ধে মন্ত্রিসভা বৈঠকে নেয়া একটি সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা পুরনো ইস্যু। এ জাতীয় আরও অনেকগুলো ইস্যু আছে, সেগুলো একসঙ্গে আনার জন্য বলা হয়েছে। একটা নিয়ে আলাপ করা ঠিক হবে না।’

(ওএস/এসপি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test