E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

২০১৮ মে ২৯ ১৩:০৪:০০
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিউজ ডেস্ক : দেশের সব সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হওয়ায় আজ (মঙ্গলবার) সকালে আবহাওয়া অধিদফতর এ সতর্কতা সংকেত জারি করেছে।

ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এজন্য এ জন্য চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর, পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে এগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, লঘুচাপটি উপকূল থেকে অনেক দূরে থাকায় এর গতিপ্রকৃতি এখনই বলা সম্ভব নয়। বুধবার এ বিষয়ে কিছুটা ধারণা দেয়া যেতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে আগামী কয়েক দিনে টেকনাফ উপকূল দিয়ে মিয়ানমার অতিক্রম করতে পারে।

তিনি আরও বলেন, এ সময়ে এ ধরনের লঘুচাপ স্বাভাবিক ঘটনা। লঘুচাপের প্রভাবে আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এর মধ্য দিয়েই শুরু হবে এবারের বর্ষা মৌসুম।

(ওএস/এসপি/মে ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test