E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

২০১৮ জুন ০২ ১৯:০৬:৪৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৪২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এদের মধ্যে শুক্রবার রাতে মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর থানা এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে আটক করে র‌্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন তথ্য ছিল মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর থানা এলাকায় কয়েকজন মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদে র‌্যাব-২ ঘটনাস্থলে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমেনা বেগম পারুল (৪৫), মোহাম্মদ আলী জুয়েল (৩৭), রবিউল ইসলাম (২৫), সাদমান সাকিব (২৬), ফখরুল ইসলাম জিয়াম (২৫), সামসুল ইসলাম (২৯), মোসাদ্দেকুর রহমান ওরফে লিখন (২৫), মোস্তাফিজুর রহমান (২৫), সাজ্জাদ (২০), আব্দুল জব্বার (২৮), ইউসুফ (২৭), মামুন (২২), সুমন (১৮), শফিকুল ইসলাম ওরফে সেন্টু (৩৫), সাকিলকে (২১) আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই শেষে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এদিকে মিরপুরে শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিরপুরের কালশী এলাকায় এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াডের সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

অভিযানে মিরপুরের কালশী, বিহারি কলোনি ও তার আশপাশ এলাকায় ২১৫০ পিস ইয়াবা, ৬৭৪ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা ও ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

(বিজ্ঞপ্তি/এসপি/জুন ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test