E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সওজ কর্মীদের ছুটি বাতিল

২০১৮ জুন ০৩ ১৩:১১:২০
সওজ কর্মীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) সব কর্মীর ছুটি বাতিল করেছে সরকার।

১৫ জুন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সব ছুটি বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতরের সব গ্রেডের কর্মচারীদের ছুটি আগামী ১৫ জুন থেকে ঈদুল ফিতর পরবর্তী ৩ দিন পর্যন্ত বাতিল করা হল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

১৬ জুন ঈদ হলে ১৫, ১৬ ও ১৭ জুন সরকারি ছুটি, ১৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ছুটি থাকবে।

দেশে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত রাস্তার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

(ওএস/এসপি/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test