E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসির নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা 

২০১৮ জুন ০৬ ১৮:৩৭:০৪
ইসির নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা 

স্টাফ রিপোর্টার : নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য ১১৯ সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ জুন) যাচাই-বাচাই, আপত্তি শেষে ‘যোগ্য’ সংস্থাগুলোকে ২০২৩ সালের মে পর্যন্ত নিবন্ধন দেয়া হয়। এ সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

জানা যায়, নিবন্ধনের জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে গত ৭ নভেম্বর। এ সময় ১৯৯ সংস্থা আবেদন করে। সেখান থেকে ১২০ সংস্থাকে প্রাথমিকভাবে অনুমোদন দেয় ইসি। এরপর একটি বাদ দিয়ে ১১৯ সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের পূর্বে ২০০৮ সালে আরপিও-১৯৭২ সংশোধন করে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করে ইসি। একই সঙ্গে পর্যবেক্ষক নীতিমালাও তৈরি করা হয়। আইন অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের ক্ষমতা পায় সংস্থাগুলো।

(ওএস/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test