E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রকৌশলী গ্রেফতার

২০১৮ জুন ১১ ১৭:০১:৫৪
ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রকৌশলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বরগুনার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়াকে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা পৌনে তিনটার দিকে এই প্রকৌশলীকে তার নিজ দপ্তর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব বলেন, ‘দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক গোপন সূত্রে সংবাদ পান যে, বরগুনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়া বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে ঠিকাদারি কাজের জন্য চেক ইস্যু করে ঘুষ বাবদ ১৫ লাখ টাকা গ্রহণ করেছেন।’

দুদকের এই কর্মকর্তা বলেন, ‘দুদকের সোর্স আরও জানান, উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার ভূঁইয়া তাঁর অফিসের তিন তলার একটি কক্ষে থাকেন এবং টাকাগুলো ওই কক্ষেই রয়েছে। বিষয়টি কমিশনকে জানালে দুদক সব বিধি-বিধান অনুসরণ করে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে। তাদেরকে ওই প্রকৌশলীর অফিস ও বাসা তল্লাশি করে অভিযুক্তকে আইনের আওতায় আনার অনুমতি দেয়া হয়। সার্বিকভাবে অভিযান তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবালের ওপর।’

প্রণব জানান, বেলা পৌনে তিনটায় দুদক বিশেষ টিমের সদস্যরা পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের উপস্থিতিতে ওই প্রকৌশলীর অফিস ও বাসা তল্লাশি করে। এসময় ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাদী হয়ে বরগুনা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান দুদকের এই কর্মকর্তা।

(ওএস/এসপি/জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test