E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতিরঝিলে চার পথচারীসহ ধসে পড়ল ফুটপাত

২০১৮ জুন ১২ ১৪:২৯:৩০
হাতিরঝিলে চার পথচারীসহ ধসে পড়ল ফুটপাত

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাতিরঝিলের বাংলা মোটরের দিকের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। ধসে পড়ার সময় ফুটপাতে চারজন পথচারী ছিলেন। ফুটপাত ধসে পড়লে তারা সামান্য আহত হন।

মঙ্গলবার সকালের দিকে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার পথে বক্সকালভার্টের উপরের অংশটি পুরোটাই ধসে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফুটপাতের ধসে যাওয়া অংশের সামনে দাঁড়িয়ে হাতিরঝিল প্রজেক্টের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার হায়দার আলী মেরামতের বিষয়ে আলাপ করছেন।

তিনি জানান, ধসে পড়া ফুটপাতের অংশটির নিচে ছিল ওয়াসার পানির পরিত্যক্ত পাইপলাইন। সেটাও ভেঙে নিচে পড়ে গেছে। প্রধান সড়কের ফুটপাত রক্ষা পেলেও শুধু হাতিরঝিল অংশের ফুটপাত ধসে পড়েছে। কী কারণ এখনো স্পষ্ট নয়। আমরা ধসে পড়ার বিষয়টি ওয়াসা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব দ্রুতই এর মেরামতের কাজ করা হবে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানিয়েছেন, ফুটপাত ধসে পড়ার ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। একজনের মাথা কেটে গেছে।

ফুটপাত ধসে পড়ার প্রত্যক্ষদর্শী ওয়াসার পয়ঃনিষ্কাশন কর্মী আপন বলেন, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল। আজ হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার পথচারীও নিচে পড়ে যান।

আপন বলেন, নিচে পড়া যাওয়াদের মই ফেলে ওপরে তোলা হয়। পথচারীদের তুলতে গিয়ে নিজেও আহত হয়েছেন তিনি।

ফুটপাতের ওই জায়গার নিচ দিয়ে পয়ঃনিষ্কাশনের লাইন চলে গেছে। সেখানকার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মী শাহ আলম বলেন, ‘তখন অফিস টাইম। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল ফুটপাত। দৌড়ে কাছে যাই। দেখি নিচে ৪ জন পড়ে গেছে। ময়লা পানিতে একাকার সবাই। মই দিয়ে, রশি দিয়ে চারজনকে উপরে ওঠানো হয়।

পাশেই একজন পথচারী ওই ফুটপাত ব্যবহারে বাধা পেয়ে ফিরে এসে বলেন, ধসে পড়া অংশটি তো এমনি এমনি হঠাৎ করে পড়ে যায়নি। নিশ্চয় সমস্যা ছিল। আগেই যদি কর্তৃপক্ষ সচেতন হতো, তাহলে এত বড় ধস হতো না।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test