E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাল থেকে বিআইডব্লিউটিসি’র স্পেশাল সার্ভিস

২০১৮ জুন ১২ ১৭:৩৭:৩৫
কাল থেকে বিআইডব্লিউটিসি’র স্পেশাল সার্ভিস

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আগামীকাল (১৩ জুন) থেকে স্পেশাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এ সংস্থার চারটি নিয়মিত জাহাজ'র সঙ্গে আরও দুটি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ নিয়ে এবারের ঈদে ঘরেফেরা মানুষদের পৌঁছে দেবে। বিশেষ এ নৌ-সার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরও বাড়ানো হবে।

বিআইডব্লিউটিসি’র একটি সূত্র জানায়, আগামীকাল ১৩ জুন বুধবার ঢাকা থেকে সংস্থার পিএস মাহসুদ জাহাজ ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টায় ও লেপচা ছাড়বে সন্ধ্যা ৭টায়। এর মধ্যে মাহসুদ যাবে খুলনা পর্যন্ত এবং লেপচা যাবে মোড়লগঞ্জ পর্যন্ত। এছাড়া জাহাজ টার্ন, মধুমতি, এমভি বাঙালি ও অষ্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরেফেরা মানুষদের শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র জানায়, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকিটের আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। এছাড়া চলতি ঈদ মৌসুম বর্ষায় হওয়াতে অন্যান্য নৌ-যানের তুলনায় সরকারি জাহাজকে অধিক ঝুঁকিমুক্ত মনে করছে সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল অঞ্চলের আভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো, বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কার কাজ চলছে। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test