E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ পবিত্র ঈদুল ফিতর

২০১৮ জুন ১৬ ০৭:২১:৫৪
আজ পবিত্র ঈদুল ফিতর

নিউজ ডেস্ক : ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ধ্বনি ভেসে আসছে ঢাকার প্রতিটি মসজিদ থেকে। কোনো মসজিদের মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিচ্ছেন, ‌‌‌সম্মানিত এলাকাবাসী পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় হবে। আবার কোনো মসজিদে জামাতের সময় সকাল ৯টায় বা ১০টায় বলে ঘোষণা দেয়া হচ্ছে। ঢাকার বাড্ডার বেশ কয়েকটি মসজিদ থেকে সকাল ৫টা থেকেই এই ধ্বনি ভেসে আসে। সেইসঙ্গে কোরআন তেলাওয়াত, হামদ-নাত-গজলের সুর।

আজ পবিত্র ঈদুল ফিতর। আজ জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার মোট ৪০৯টি স্থানে জামাতের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল ফিতরের ২২৯টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৮০টি জামাত হবে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে মাঠে জামাত আদায়ে ও ঈদ আনন্দে বাগড়া হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার) বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বিজলী চমকানোসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

(ওএস/অ/জুন ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test