E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর সিটি নির্বাচনে অনিয়ম হয়েছে : ইডব্লিউজি

২০১৮ জুন ২৮ ১৪:৪০:৫৮
গাজীপুর সিটি নির্বাচনে অনিয়ম হয়েছে : ইডব্লিউজি

স্টাফ রিপোর্টার : গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯টি অনিয়মের ঘটনা পর্যবেক্ষণ করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। আর এসব অনিয়মের বেশিরভাগই দুপুরের পর সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইডব্লিউজির পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ অনিয়মের মধ্যে রয়েছে- জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান।

এছাড়া পর্যবেক্ষণ কার ভোটকেন্দ্রগুলোতে ভোট প্রদানের গড় হার ৬১ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছে ইডাব্লিউজি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বেসরকারি এই সংস্থাটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডব্লিউজির পরিচালক ড. মো আব্দুল আলীম, সদস্য আব্দুল আওয়াল, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও হারুনুর রশিদ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বিবৃতি পড়ে শোনান ইডব্লিউজির পরিচালক ড. মো আব্দুল আলীম। সেখানে জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে ২০০৬ সাল থেকে বাংলাদেশের ২৮টি প্রতিষ্ঠিত সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের-সংস্থার সমন্বয়ে গঠিত হয় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় সংসদ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি, নির্বাচনী ব্যবস্থারর অধিকতর উন্নয়নে মতামত প্রদান করে আসছে ইডব্লিউজি।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে জানানো হয়, গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বমোট ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি মোট ৫৭টি ওয়ার্ডেরই ১২৯টি (৩০ শতাংশ) ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। ইডব্লিউজির এই ব্যাপক ভিত্তিক পর্যবেক্ষণে যেসব বিষয় বিবেচনায় নেয়া হয় সেগুলো হলো- ভোট কেন্দ্র খোলার সময়কাল পর্যবেক্ষণ, ভোট গ্রহণ কার্যক্রম, ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা ও গনণা এবং ভোট কেন্দ্রের বাহিরের সার্বিক পরিস্থিতি।

ভোট গ্রহণ শুরুর সময় :

ইডব্লিউজির নিয়োগকৃত পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, বেশিরভাগ (৯৮ শতাংশ) ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত ছিল এবং নির্ধারিত সময়েই ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র উন্মুক্ত করা হয়েছিল। ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট বাক্সগুলো যে খালি ছিল সেটা প্রমাণের জন্য পর্যবেক্ষণ করা সকল ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের সামনে ব্যালট বাক্স খোলা হয়েছিল। ভোট গ্রহণ শুরুর সময় পর্যবেক্ষণ করা সকল ভোটকেন্দ্রে ভোটাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে ৩৭ দশমিক ২ শতাংশ কেন্দ্রে ১ থেকে ২০ জন ভোটার, ২০ দশমিক ২ শতাংশ কেন্দ্রে ২০ থেকে ৪০ জন ভোটার এবং ৪০ দশমিক ৩ শতাংশ কেন্দ্রে ৪০ জনেরও বেশি ভোটারের লাইন পরিলক্ষিত হয়েছে। ভোট গ্রহণের সময়ে ইডব্লিউজির পর্যবেক্ষকবৃন্দ ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮১ দশমিক ৪ শতাংশ ভোট কেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের দেখতে পেয়েছেন।

ভোট গ্রহণ কার্যক্রম :

ইডব্লিউজির পর্যবেক্ষণে দেখা গেছে, বেশিরভাগ ভোট কেন্দ্রের (৮১ দশমিক ৪ শতাংশ) কক্ষগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। পর্যবেক্ষণ করা ৯৪ দশমিক ৪ শতাংশ প্রতিবন্ধী, বয়স্ক এবং গর্ভবতী নারী ভোটারদের ভোট প্রদানের জন্য অগ্রাধিকার দেয়া হচ্ছিল। ৯৫ দশমিক ৩ শতাংশ ভোট কেন্দ্রে ভোটের গোপনীয়তা রক্ষা করা হয়েছিল এবং পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রগুলোতে গড়ে নয়জন নারী পোলিং অফিসারকে নিয়োগ প্রদান করা হয়েছিল। সকল ভোটকেন্দ্রেই পোলিং এজেন্টদের দেখতে পেয়েছেন। যদিও পর্যবেক্ষণ করা কেন্দ্রের সকল ভোটকক্ষে সব প্রার্থীর পোলিং এজেন্টদের দেখা যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১১ জন নারী পোলিং এজেন্টকে দায়িত্ব পালনে দেখা গেছে।

ইডব্লিউজির পর্যবেক্ষকবৃন্দ বেলা ৩টায় পর্যবেক্ষণ করা সকল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে কোন অভিযোগ বা আপত্তি করা হয়েছিল কিনা জানতে চাইলে তারা জানান, ওই সময় পর্যন্ত মোট ১৬টি অভিযোগ বা আপত্তি উত্থাপন করা হয়েছে।

পর্যবেক্ষণ করা কেন্দ্রে দিনের বিভিন্ন সময়ে ভোট প্রদানের হার লিপিবদ্ধ করেছেন তারা। সেখানে সকাল ১০টায় ১৭ দশমিক ৭ শতাংশ, দুপুর ১টায় ৪০ দশমিক ৮ শতাংশ বিকেল ৩টায় ৫৫ দশমিক ৩ শতাংশ এবং বিকেল ৪টায় ৬১ দশমিক ৯ শতাংশ।

(ওএস/এসপি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test