E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে চলছে : স্পিকার

২০১৮ জুলাই ১২ ১৮:১৩:৪০
হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে চলছে : স্পিকার

স্টাফ রিপোর্টার : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই চলছে। দেশ এখন সামাজিক-অর্থনৈতিক সব সূচকে শক্ত ভিতের উপর অবস্থান করছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে এখন রোল মডেল।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে সুইস রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট মিজ অ্যানম্যারি হুবার হটজ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। স্পিকারের জাতীয় সংসদের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা পরিস্থিতি, ত্রাণ সহায়তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন। পরে সুইস রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট সংসদ ভবন পরিদর্শন করেন।

স্পিকার বলেন, চলতি দশম জাতীয় সংসদে ৭৩ নারী সংসদ সদস্য রয়েছেন—যার মধ্যে ২৩ জন সংসদ সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কমিটিতে মন্ত্রী একজন সদস্য এবং কমিটির সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় মন্ত্রীসহ সদস্যগণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিরীন শারমিন বলেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি রোহিঙ্গাদের সহযোগিতার জন্য রেডক্রসকে ধন্যবাদ জানিয়ে স্পিকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে রেডক্রসকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে একটি বাংলাদেশ উল্লেখ করে স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার নিজস্ব তহবিল গঠনসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অ্যানম্যারি হুবার হটজ বলেন, বাংলাদেশের সঙ্গে রেডক্রসের সম্পর্ক দীর্ঘদিনের। দেশে হলি ফ্যামিলি হাসপাতাল পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে রেডক্রস সম্পৃক্ত।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা নারী- যা নারী ক্ষমতায়নের পরিচয় বহন করে। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ওএস/এসপি/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test