E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের চার ক্ষুদে বিজ্ঞানী

২০১৮ জুলাই ১৫ ১৫:০৬:২৪
জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের চার ক্ষুদে বিজ্ঞানী

স্টাফ রিপোর্টার : ইরানের রাজধানী তেহরানে আজ (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার ক্ষুদে জীববিজ্ঞানী। আগামী ২২ জুলাই এ প্রতিযোগিতা শেষ হবে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ৭৭টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বাছাইয়ে ‘বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড’নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন’ দেশের বিভিন্ন এলাকায় জীববিজ্ঞান উৎসব আয়োজন করে। এতে প্রায় ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে চারজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এরা হলেন- ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের মো. বায়েজিদ মিয়া, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি প্রযুক্তি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অদ্বিতীয় নাগ এবং সরকারি এম এম সিটি কলেজের তামজিদ হোসেন তানিম।

তাদের সঙ্গে দলনেতা ও উপনেতা হিসেবে তেহরান যাবেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সহ-সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. গাজী মো. জাকির হোসেন।

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test