E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের অগ্রাধিকারে বাংলাদেশ : শ্রিংলা

২০১৮ জুলাই ১৮ ১৬:১৬:২৪
ভারতের অগ্রাধিকারে বাংলাদেশ : শ্রিংলা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর ভারত সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা। বলেছেন, দুই দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও উন্নয়নে ভারত কাজ করছে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে দুইদিনব্যাপী ভারতীয় শিক্ষামেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হর্ষবর্ষণ।

দুই দেশের জনগণই সম্পর্কের ঘনিষ্ঠতার মূল ভিত্তি মন্তব্য করে শ্রিংলা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুই দেশের সম্পর্ক আজ সোনালী অধ্যায় চলছে। যার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভারত বিশেষ সুবিধার ব্যবস্থা করছে।’

‘বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। গত দশ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বিশ্বে অন্যতম সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যেন দুই পক্ষের জন্য সুফল বয়ে আনে, সে ব্যাপারে ভারতের বিশেষ মনোযোগ রয়েছে।’

ভারতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখন আরও সহজ মন্তব্য করে তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে ভিসা জটিলতা নিরসন কাজ করেছে তার সরকার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভারতের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ম তিন বছরের ভিসা দেয়া হচ্ছে।

২০১৭ সালে ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারত ভ্রমণে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য ভিসা সমস্যা নেই। বাংলাদেশি শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে ভারতের ভিসা সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে ঢাকা ও চট্টগ্রামে এ মেলার আয়োজন করা হয়েছে। ঢাকায় দুই দিনব্যাপী মেলায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান যোগ দিয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সেপ’ ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা।

শিক্ষামেলায় অংশ নেওয়া ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিস্তারিত জানতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test