E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তরুণ সমাজই উপহার দিতে পারে মানবিক বিশ্ব : স্পিকার

২০১৮ জুলাই ২৯ ১৬:৩৪:১২
তরুণ সমাজই উপহার দিতে পারে মানবিক বিশ্ব : স্পিকার

স্টাফ রিপোর্টার : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। বিশ্বকে সুন্দর করতে তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তরুণরাই মানবিক বিশ্ব উপহার দিতে পারে।

রবিবার (জুলাই) ক্যান্টনমেন্টে আদমজী কলেজের নবীন বরণ-২০১৮ (এইচএসসি ১ম বর্ষ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রি. জে. সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রি. জে আব্দুল্লাহ আল আজহার এবং শিক্ষার্থীরা।

স্পিকার বলেন, তরুণ সমাজ বিশ্ব মানবতা ও বৈষম্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারাই কাঙ্খিত পরিবর্তন আনতে পারে। সমাজের পিছিয়ে পড়া জনসমষ্টিকে সমতার কাতারে তুলে আনার ক্ষেত্রে তারা উজ্জ্বল ভূমিকা পালন করতে পারে। তরুণরাই সকল উন্নয়নের প্রাণকেন্দ্র।

এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির পিতার স্বপ্নের শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় তরুণ সমাজকে আত্মনিয়োগের আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পিকার।

(ওএস/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test