E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মগবাজারে বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন

২০১৮ আগস্ট ০৩ ১৫:১১:০৪
মগবাজারে বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে একটি বেপরোয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তৎক্ষণাৎ বাসটি আটক করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৩ আগস্ট) জুমার নামাজের পর মগবাজারের ওয়ারলেস গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা (২৩)। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শেরেবাংলা বাজার গ্রামের শাজাহান আলীর ছেলে। থাকছিলেন খিলগাঁওয়ের গোড়ানের হাড়ভাঙা এলাকায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, এসপি গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের ওই বাস মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে নেমে মালিবাগের দিকে যাচ্ছিল। তখন সেটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রানা ছিটকে পড়ে গুরুতর জখম হন।

স্থানীয় লোকজন কেবল জুমার নামাজ পড়ে শেষ করেছিলেন। তখনই তারা চালককে ধরে পুলিশে সোপর্দ। আর আহত রানাকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সোয়া ২টার দিকে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অপারেটর জীবন মিয়া জানান, দুপুর ১টা ৪০ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে এসেছেন রানার স্বজনরা। তার খালা রোকসানা বেগম বাংলানিউজকে জানান, রানা মগবাজার কমিউনিটি হাসপাতালে চাকরিরত ছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test