E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

২০১৮ আগস্ট ১৪ ১৫:৩৩:০৪
ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার : আগামী ২২ আগস্ট বুধবার সকাল আটটায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে আটটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত সেবা সংস্থাগুলোকে নিয়ে এক প্রস্তুতি সভায় এ কথা জানান মেয়র খোকন। প্রস্তুতি সভায় ঈদগাহ ময়দানের প্যন্ডেল, মেডিকেল টিম ও নিরাপত্তা নিশ্চিতসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

ঈদে আয়োজনের জন্য ১৯ আগস্টের মধ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুতের নির্দেশ দেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘আমরা ১৯ আগস্টের মধ্যে সব কিছু প্রস্তুত চাই। ২০ তারিখে আমরা সংবাদ সম্মেলন করবো। জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামায আদায় করতে পারবেন। তাদের ওযুর ও খাবারের পানির ব্যবস্থা করা হচ্ছে। ময়দানে মেডিকেল টিম থাকবে।’

প্রতিকূল আবহাওয়ার কথা বিবোচনায় রেখে ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাড়ে আটটায় হবে। এছাড়া বৃষ্টি হলে পানি নিষ্কাষণের ব্যবস্থা রয়েছে। ফায়ার সার্ভিসের লোক থাকবে। বজ্র নিরোধক যন্ত্রও রাখার নির্দেশ দেন মেয়র খোকন।’

প্রস্তুতি সভায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ‘২০ তারিখ থেকেই তাদের একটি টিম থাকবে ঈদগাহ এলাকায়। এছাড়া ঈদের দিন ২৫ জন ফায়ার সার্ভিস কর্মী থাকবে।’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লালসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test