E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মশক নিধনে ডিএসসিসির ক্র্যাশ প্রোগ্রাম

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৪:৫৭:৪৪
মশক নিধনে ডিএসসিসির ক্র্যাশ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মশক নিধনে তৃতীয় পর্যায়ে একযোগে ৫৭টি ওয়ার্ডে পক্ষকালব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

সোমবার রাজধানীর ইস্কাটনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা বা প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

এ সময় তিনি বলেন, বিগত ২/৩ বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রবণতা সামান্য বেড়েছে। আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও উদ্বেগ জনক বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার বাসা-বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। দ্বিতীয় পর্যায়ে ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ১৭ হাজার বাসাবাড়িতে লার্ভা ধ্বংস করেছি। এই এলাকার প্রায় ৩৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায়।

তিনি আরও বলেন, গতবছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ছিল। আমরা তা নিয়ন্ত্রণ করেছি। এ বছর চিকুনগুনিয়া নেই। হাসপাতাল, গণমাধ্যম ও আমাদের কর্মীদের থেকে পাওয়া তথ্যে এবার ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে। বিগত দুই/তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু তা উদ্বেগজনক নয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ তৃতীয় পর্যায়ে একযোগে ৫৭টি ওয়ার্ডে পক্ষকালব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে, আমাদের কাজ চলছে।

এ সময় তিনি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনগুলোকেও তাদের সঙ্গে একযোগে বিশেষ প্রোগ্রাম হাতে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সালাহউদ্দিন, স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান কাজল, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test