E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রয়াত মেয়র আনিসুলের উদ্যোগ বাস্তবায়নে কমিটি

২০১৮ সেপ্টেম্বর ১০ ১৫:৪৭:৩৮
প্রয়াত মেয়র আনিসুলের উদ্যোগ বাস্তবায়নে কমিটি

স্টাফ রিপোর্টার : রাজধানীতে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার।

রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৭ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় রাজধানীতে কোম্পানির অধীনে বাস চালাচলসহ আনিসুল হকের নেয়া উদ্যোগ এগিয়ে নিতে সাঈদ খোকনকে দায়িত্ব দেয়া হয়।

কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং যানজট নিরসনে বাসরুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে বিআরটিএ, বিআরটিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর গণপরিবহনে যানজট নিরসনে বাসরুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত পদক্ষেপগুলো বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করবে এই কমিটি।

সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বাসরুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন, বাসরুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের রোডম্যাপসহ সময়াবদ্ধ কর্ম পরিকল্পনাও প্রণয়ন করবে কমিটি।

কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করতে বলা হয়েছে আদেশে।

ওই কমিটিতে প্রয়োজনে যে কাউকে অন্তর্ভুক্ত করা যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test