E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপনি জিতুন, প্রধানমন্ত্রীকে মমতা

২০১৮ সেপ্টেম্বর ১০ ১৮:৩১:১০
আপনি জিতুন, প্রধানমন্ত্রীকে মমতা

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয় কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, তিনি বাংলাদেশ সফরে আসবেন।

সোমবার এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি মমতাও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে ভেড়ামারায় দ্বিতীয় ব্লক স্টেশন এবং আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইনের বাংলাদেশ অংশের নির্মাণ কাজ এবং মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলসংযোগ পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ উপলক্ষেই এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় মমতার পাশাপাশি ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় শেখ হাসিনার। পরস্পরে কুশল বিনিময় ছাড়াও একে অপরের দেশ সফরের আমন্ত্রণ জানান।

মমতাকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আবার আসুন বেড়াতে, সেটাই চাই।’

মমতা বলেন, ‘নিশ্চয় আসব, আপনি জিতুন, নিশ্চয় আসব।’

এ সময় প্রধানমন্ত্রী উচ্চস্বরে হাসেন কিছুক্ষণ।

অনুষ্ঠানে মমতা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে তার ইচ্ছার কথা বলেন। বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকেন। এ সময় বাংলাদেশকে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেয়ার ইচ্ছার কথা জানান মমতা।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব ভালো হলো, এটা বিরাট কাজ, এক হাজার মেগাওয়াটের জন্য আমরা অপেক্ষায় আছি।’

মমতা বলেন, ‘আমি রাজি আছি, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে আমরা দেব, আপনাদের কাজে লাগবে ভালো।’

শেখ হাসিনার কাছে আসবেন বিপ্লব

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব পেয়ে জানিয়েছিলেন, তিনি বিদেশ সফরে গেলে প্রথমে বাংলাদেশে আসবেন।

বিপ্লবের পূর্বপুরুষ চাঁদপুরের কচুয়া থেকে ত্রিপুরায় গিয়েছিলেন। আর এ কারণে বাংলাদেশের প্রতি তার এক ধরনের টান রয়েছে।

প্রধানমন্ত্রী বিপ্লবকে বলেন, ‘বাংলাদেশে কবে আসবেন?’

বিপ্লব বলেন, ‘আসব আপনার কাছে। কোনো একটা কার্যক্রম করে আমি আসব। আমি বলেছিলাম প্রথম আসব আপনার কাছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনার অপেক্ষায় আছি।’

বিপ্লব বলেন, ‘আসব আসব, আপনি ভালো থাকেন।’

‘বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বলে আশা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, বাংলাদেশ ভালো থাকলে তারা ভালো থাকেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, তিনি বাংলাদেশকে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিতে চান। বলেন, ‘গতবার শেখ হাসিনা জি আমাদের এখানে এসেছিলেন। তখন একটা বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে তাঁরা যদি আমাদের কাছে বিদ্যুৎ চান তাহলে বাংলা আরও বিদ্যুৎ দেয়ার জন্য রাজি আছে। যদি ভারত সরকার অনুমতি দেন তাহলে পশ্চিমবঙ্গ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি আছি।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে চান জানিয়ে মমতা বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে চাই। কারণ বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সুতরাং দুইদেশের সম্পর্ক আরও এগিয়ে যাক।’

‘ছিটমহল চুক্তি, ইন্দো-বাংলাদেশ বাস, ট্রেন সার্ভিস; আমরা যে ইন্দো-বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে রোড সার্ভিস চালু করতেছি তা যুগান্তকারী প্রকল্প। এতে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

বক্তব্যের শেখ পর্যায়ে গানের কয়েকটি লাইন গেয়েও শোনান মমতা। গানটি ছিল, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি/তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী/ ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে/তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।’

অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতি ও আর্থিক যোগসূত্র রয়েছে। যা বহুকাল ধরে চলছে। এ প্রকেল্পের মাধ্যমে নরেন্দ্র মোদির স্বপ্ন নর্থইস্টকে অষ্টলক্ষ্মীতে তৈরির প্রকল্পে বল পাবে। এতে নর্থ ইস্টরের জনগণের উন্নয়নের নতুন দিশা পাবে।’

‘ত্রিপুরা- আখাউড়া সীমান্তে লোড আনলোডিং এ যে বাড়তি খরচ দিতে হয়, তাতে দুই দেশই আর্থিকভাবে লাভবান হবে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test