E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই মাসের মধ্যে সব অঞ্চলে শতভাগ বিদ্যুৎ

২০১৮ সেপ্টেম্বর ১৩ ১৮:২৩:৫৮
দুই মাসের মধ্যে সব অঞ্চলে শতভাগ বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, একমাত্র বিদ্যুৎ মন্ত্রণালয় ৩০০ নির্বাচনী এলাকায় নির্দিষ্ট তারিখ দিয়ে বিদ্যুতায়নের কাজ করেছে। এখন পর্যন্ত শতকরা ৯২ শতাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি, বাকিটাও দ্রুত শেষ করা যাবে। আমাদের টার্গেট ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন করা। এর জন্য আর দুই এক মাস লাগবে। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের টার্গেট ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন, যতদ্রুত সম্ভব কাছাকাছি চলে যাবো। আমাদের প্রতিটি এলাকায় খাল, বিল অতিক্রম করে নতুন ট্রান্সফর্মা, মাইলকে মাইল তার টেনে নতুন গ্রিড লাইন করে সীমিত অর্থের মধ্যে কাজ করাটা খুবই চ্যালেঞ্জ।

‘আগামীতে আমরা চাইবো বিদ্যুৎ খাতে অর্থ বেগবান করার জন্য অর্থমন্ত্রী আন্তরিক হবেন। এজন্য সকল সংসদ সদস্যকে একত্রিতভাবে কাজ করতে হবে,’ বলেন তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test