E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইন পোর্টালগুলো দ্রুত খবর দিতে ভূমিকা রাখছে : স্পিকার

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৮:৫৩:২৮
অনলাইন পোর্টালগুলো দ্রুত খবর দিতে ভূমিকা রাখছে : স্পিকার

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এমপিরা জনগণের জন্য কী করছেন তা জানার অধিকার জনগণের রয়েছে। আর তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সেই সংবাদ জনগণের কাছে দ্রুততম সময়ে পৌঁছে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টালগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পার্লামেন্ট নিউজ বিডি ডট কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, এম এ আওয়াল এমপি এবং মেহজাবিন মোর্শেদ এমপি বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, প্রতিষ্ঠার পর থেকে পার্লামেন্ট নিউজ বিডি ডট কম পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। এটি একটি অন্যতম প্রধান বিশেষায়িত নিউজ পোর্টাল, যেখানে সংসদ ও সংসদ সদস্যদের কার্যক্রমকে জনগণের জন্য উপস্থাপন করা হয়।

জনকল্যাণে সংসদ সদস্যগণ নিজ এলাকার জন্য কী কার্যক্রম গ্রহণ করছেন তা জানার অধিকার জনগণের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পার্লামেন্ট নিউজ বিডি ডট কম জনগণকে সে সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রেখে চলেছে। এসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এ সংসদ বিশ্ববাসীর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আস্থার প্রতীক বিবেচিত হয়েছে। বিশ্বের দু’টি অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই সংসদেরই দু’জন সংসদ সদস্য—যা বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।

তিনি বলেন, এ সংসদের সংসদ সদস্যগণ তৃণমূল মানুষের জন্য কাজ করছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার বন্ধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসের ন্যায় কর্মসূচিতে স্থানীয় জনসাধারণকে সচেতন ও অনুপ্রাণিত করছেন—যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্পিকার পার্লামেন্ট নিউজ বিডি ডট কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন।

পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের সম্পাদক শাকিলা পারভীনের সভাপতিত্বে এবং পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test